প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
ব্যারিস্টার কায়সার কামালের ঈদ উপহার পেল দুর্গাপুরের ৪ শহীদ পরিবার

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া দুর্গাপুরের চার সাহসী সন্তানের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব ঈদ উপহার প্রদান করা হয়।
রবিবার বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
শহীদ মাসুম বিল্লাহ,উমর ফারুক,সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেনের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।
চার শহীদের পরিবারকে দেয়া এবারের ঈদ উপহারের মধ্যে রয়েছে পাঞ্জাবি,পায়জামা, শাড়ি,শার্ট,প্যান্ট,থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী ও ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ব্যারিস্টার কায়সর কামাল বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়। সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সবসময় শহীদ পরিবারের সুখ-দুঃখে পাশে থাকবো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.