সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমিঈয়তে আহলে হাদিসের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় আরামনগর কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ ঈদের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন উপজেলা জমিঈয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকী। বিস্তৃত এ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা এ জামাতে অংশ নেয়।
জানা গেছে, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী (রহঃ) ১৯৪৬ সালে জমিঈয়তে আহলে হাদিস ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই প্রতি বছর সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আরামনগর কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা জামাত পরিচালিত হয়ে আসছে। এ জামাতে অংশ নিতে সরিষাবাড়ী উপজেলা ছাড়াও পাশ্ববর্তী উপজেলা থেকেও মুসল্লীরা এ বৃহৎ জামাতে অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকে। মুসল্লীদের ঈদের নামাজ আদায় করতে সকল ধরনের ব্যবস্থা করে থাকে জমিঈয়তে আহলে হাদিস।
এছাড়াও উপজেলার প্রায় শতাধিক জায়গায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.