প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ
দুর্গাপুরে আত্রাখালী ব্রীজের সৌন্দর্য বর্ধনে ছাত্র-জনতার স্বেচ্ছাশ্রম

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
দুর্গাপুর পৌর শহরের আত্রাখালী ব্রীজের সৌন্দর্য বর্ধনে এগিয়ে এসেছে ছাত্রজনতা। আজ রবিবার চলছে ব্রীজের দুই পাশ আলোকিত করার জন্য লাইটিং এর কাজ। এর আগেশনিবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে ছাত্র জনতা আত্রাখালী ব্রীজে জমে থাকা বালু সরিয়ে পানি দিয়ে পরিস্কার করে । এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস।
ব্রীজের সৌন্দর্য বর্ধনে কাজে আসা ছাত্র জনতারা জানায়, দুর্গাপুর পর্যটনের অপার সম্ভাবনাময় উপজেলা। এ আত্রাখালী ব্রীজ থেকে দাঁড়িয়ে উপভোগ করা যায় সোমেশ্বরী নদীর দৃশ্য সহ সীমান্তের পাহাড়ের অপরুপ সৌন্দর্য । ঈদকে সামনে রেখে আমরা এ কাজ করছি। যাতে এ ব্রীজে চাঁদরাত সেলিব্রেশন সহ ঈদে একটি সুন্দর সময় সকলে মিলে কাটাতে পারি। ছাত্র- জনতার এমন উদ্যেগ দেখে খুশি দুর্গাপুরবাসী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.