নালিতাবাড়ীতে ৯৫ ড্রেজার মেশিন ধ্বংস ও ৩ জনের কারাদন্ড


আমানুল্লাহ আসিফ মীর:অবৈধ বালু উত্তোলন বন্ধে শেরপুরের নালিতাবাড়ীতে ৯৫ ড্রেজার মেশিন ধ্বংস ও ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ মার্চ বিকেলে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের ১২ টি মাচাসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ চেল্লাখালী নদীর বর্তমান অবস্থা পরিদর্শন করতে আসেন। এসময় তারা দেখতে পান ইজারার শর্ত ভঙ্গ করে নদীর পাড় ও বসতি ভেঙে গভীর গর্ত করে বালু উত্তোলন করছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। পরে তারা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববিকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দেন।
অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত ৯৫ টি মিনি ড্রেজার মেশিন, ১২টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। একইসাথে সরকারি কাজে বাঁধা প্রদান ও অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ জনকে ৬ মাস করে এবং ১জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, পরিবেশ, নদী রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।