শেরপুর ভেটস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত


শেরপুর প্রতিনিধি: ‘জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে ধারন করে শেরপুর ভেটস ক্লাবের আয়োজনে দোয়া, ইফতার মাহফিল, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) বিকেল ৫ টায় শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি ভেট এক্সিকিউটিভের প্রেসিডেন্ট ও অলওয়েস মাকর্কেটিংয়ের লিমিটিডের পরিচালক ডা. রেজাউল করিম মিয়া মনি।
শেরপুর ভেট ক্লাবের প্রেসিডেন্ট এবং কৃত্রিম প্রজনন কেন্দ্র জামালপুরের (উপ-পরিচালক) ডা. মো. আবুল বাশারের সভাপতিত্বে ও শেরপুর ভেটস ক্লাবের সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ সারোয়ার জাহানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা ফিডের ডেপুটি ম্যানেজার ডা. শহিদুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ গবেষনা ইনিষ্টিটিউটের (অবসরপ্রাপ্ত) সায়েন্টিফিক অফিসার ডা. আব্দুল মান্নান
এসময় বক্তারা বলেন, শেরপুর জেলার অনেক কৃত্রি সন্তান দেশের বিভিন্ন জেলা উপজেলায় কৃতিত্বের সাথে প্রানীসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদে চাকুরীরত। শুরুর দিকে শেরপুর ভেটস ক্লাব অল্প সংখ্যাক সদস্য নিয়ে পথ চলা শুরু করলেও। বর্তমানে এই সংগঠনটির সদস্য সংখ্যা অনেক। বক্তব্য শেষে নবীন শিক্ষার্থীদের বরন, নতুন চাকুরীজীবিদের পরিচিতি ও শুভেচ্ছা জ্ঞাপন এবং আমন্ত্রিত অতিথিদের পুরষ্কার এবং ক্রেস্ট প্রদান করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।