জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার পেল দুর্গাপুরের ৪ শহীদ পরিবার


রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে নেত্রকোনার দুর্গাপুরের ৪ শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার দুর্গাপুরের ৪ শহীদ উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাদেকুল ইসলাম সেকুল, ও জাকির হোসেন বাড়ি বাড়ি এ উপহার পৌঁছে দেওয়া হয়।
ঈদ উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আব্দুল আউয়াল, পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চোধুরী, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন সারা দেশে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরের ৪ শহীদ পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।