সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

“মোস্তফা ফাউন্ডেশন” এর উদ্যোগে ঈদ উপহার ও সম্মাননা ক্রেস্ট প্রদান

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “মোস্তফা ফাউন্ডেশন” এর উদ্যোগে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের আড়াইশো অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল, নগদ অর্থ বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামে “মোস্তফা ফাউন্ডেশন” এর অস্থায়ী কার্যালয় থেকে এই অনুদান বিতরণ করা হয়। সংগঠনের মূল উদ্যোক্তা সীমান্ত ব্যাংক পিএলসি হাজারীবাগ শাখার ব্যবস্থাপক, মোঃ নুরুল হক শাহীন এ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাম্মদ শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল্-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদ, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও নবীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, সহকারী শিক্ষক মীর আলী আহমেদ মনির, কুমিল্লা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. ফারুক মিয়া, পল্লী চিকিৎসক মোঃ আলমগীর হোসেন, কবি সাহিত্যিক মীর তারিকুল ইসলাম সজিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল্-মামুন ও বিশেষ অতিথি অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদ এবং নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মোস্তাক আহাম্মদ উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোক্তা নুরুল হক শাহীন বলেন, আমার বাবার স্মৃতি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও যেন এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়