সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সাভার প্রতিনিধি: সাভারে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় তারা হামলাকারী স্বেচ্ছাসেবক দলের একজন অনুসারী অভিযোগ তুলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। পরে মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ঢাকা জেলা সেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমনের উপর হামলার ঘটনা ঘটে। মূলত স্বেচ্ছাসেবক দলের মতো সুশৃঙ্খল একটি দলকে কলুষিত করতে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীরা এমন গর্হিত কাজ করছে। অনেক মিডিয়াতে এই ঘটনা স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে প্রচার হয়েছে। তাই যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ বলেন, জাতীয় স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল আলমের উপর পরিকল্পিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আব্দুল হালিম ওরফে দয়াল আমাদের সিনিয়র নেতার উপর হামলা করে তাকে আহত করেছে। দয়াল একসময় আশুলিয়া থানা যুবলীগ নেতা শাহাদত হোসেনের সাথে রাজনীতি করেছে। এছাড়া আওয়ামী লীগের সাবেক এমপি মুরাদ জং ও যুবলীগ নেতা সোহাগের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিয়েছে সে। বর্তমানে সে অনুপ্রবেশ করে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হয়েছে। আমরা এরকম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

এসময় অন্যান্যদের মধ্যে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরিফ হোসেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসলাম হোসেন, ঢাকা জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, সদস্য এনামুল হক মনি, সদস্য আবুল কালাম আজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়