সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়খালী) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এম শোয়েব রহমান (৩৫) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. চুন্নু মোক্তারের ছেলে। সহোদর তিন ভাই-বোনের মধ্যে শোয়েব ছিলেন মেজ। মঙ্গলবার আসর বাদ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় গলাচিপা শহরের জৈণপুরী পীর সাহেব খানকা মাঠে দ্বিতীয় ও সকাল ১০টায় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী নিজ গ্রামের বাড়ির মসজিদ মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মু. হাসান মামুন, গলাচি উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদল, গলাচিপা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, বিএনপির সকল অঙ্গ সংগঠনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর শোক প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.