নালিতাবাড়ীতে অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান


নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিক ইউনিয়ন। ২৭ মার্চ বৃহস্পতিবার পৌর শহরের আড়াআইনী বাজার ধান মহলে এই আয়োজন করে ব্যটারি চালিত রিকশা শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখা। উপহার সামগ্রীর মধ্যে ছিল আলু পেঁয়াজ, চিনি, সেমাই তেল, সাবান ইত্যাদি।
ব্যাটারী চালিত রিকশা শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন বাচ্চুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক অধ্যক্ষ নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোঃ আব্দুর রহমান তারা। এছাড়াও ওই সংগঠনের সভাপতি মমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক তোলা মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিক্সা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।