সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিয়মিত মোবাইল কোর্টের অভিযানে ভোগাই নদীতে ১৩ ড্রেজার মেশিন ধ্বংস ও ৬ লড়ি জব্দ

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাহমান ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত ওই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। সুত্র জানায়, ভোগাই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়। একইসাথে অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমান আদালতে ১৩টি ড্রেজার ধ্বংস, ৬টি লড়ি জব্দ, ১৫টি বাঁশের মাচা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়