প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ১:২৪ পূর্বাহ্ণ
মানিকপুরে দারুল কিরাতে কুরআন প্রশিক্ষণের সমাপনী, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, হিলাল উদ্দিন তালুকদার আলহাজ্ব আছিয়া ক্বারিয়ানা শাখা কেন্দ্রে মাস ব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কেন্দ্রের প্রধান ক্বারী ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও নাজিমে আলা মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্বারী মহিবুর রহমান, হাবিবুর রহমান, মোতাহের হোসেন, মোবারক হোসেন শাফি, ও ক্বারী আমিরুল ইসলাম। এছাড়াও ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ক্বারী ওসমান গনি এবং নাজিমে আলা মোহাম্মদ আরিফুর রহমান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, মানিকপুর গ্রামের সর্দার মোঃ হাজী ফুল মিয়া, মোঃ হাজী শুকু মিয়া, মোঃ দুলাল মিয়া, আঃ রহিম সহ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্বেরাত, গজল ও পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেয়া সহ বিশেষ দোয়া করা হয়।
এর পূর্বে বক্তারা বলেন, এক মাসব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের বিশুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে আঞ্চলিক সুরের পরিবর্তে দারুল কিরাতের সুরে কুরআন তিলাওয়াত করবে।
বক্তাগণ আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। তিনি আরও ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কুরআনে কারীমের বিশুদ্ধ তিলাওতের জন্য কুরআন এবং হাদীসে নির্দেশ দেয়া হয়েছে। কেননা কুরআন তিলাওত শুদ্ধ না হলে ইসলামের অন্যতম স্তম্ভ নামাজও শুদ্ধ হয় না।
বক্তাগণ এছাড়াও বলেন, কুরআন শিক্ষা প্রদানের ক্ষেত্রে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদনে হিলাল উদ্দিন তালুকদার আলহাজ্ব আছিয়া ক্বারিয়ানা শাখা যে অগ্রণী ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। বক্তাগণ সহীহ করে কুরআন শিক্ষা দেওয়ার জন্য (তালুকদার পরিবার) কর্তৃপক্ষের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং সকলের সহযোগিতা ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে ছেলে-মেয়েরা বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা গ্রহণ করে ‘ক্বারী’ সনদ অর্জনে সক্ষম হচ্ছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মানিকপুর গ্রামে তালুকদার পরিবারের ব্যবস্থাপনায় ২৩ বছর ধরে (প্রতি বছর রমজান মাসে) বিশেষ কুরআন প্রশিক্ষণ (দারুল কিরাত) প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বাংলাদেশের অনুমোদন ও সিলেবাস অনুসরণে হিলাল উদ্দিন তালুকদার আলহাজ্ব আছিয়া ক্বারিয়ানায় জামাআতে সূরা থেকে জামাতে খামিছ পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.