রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল হয়। এই ইফতার আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে আলোচনায় বক্তারা রক্তদানের গুরুত্ব এবং সমাজের প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের অবদানের ওপর আলোকপাত করেন।তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ এবং এর মাধ্যমে অনেক জীবন বাঁচানো সম্ভব। বক্তারা এসবি রক্তদান ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.