প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
পৃথিবীতে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই – যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না

সাভার প্রতিনিধি: পৃথিবীতে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা জেলা যুবদল আয়োজিত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন একটা দেশের স্বাধীনতা দিবস কখনোই দ্বিতীয়বার পালিত হয় না। ২৪ এর আন্দোলনটা ছিল একটা স্বৈরাচার হটানোর আন্দোলন। ১৯৭১ সালের আন্দোলনের সাথে কম্পেয়ার করা ঠিক না।

এ অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর সঞ্চালনায় বিএনপির অন্যান্য নেতাকর্মীদের উপস্থিততে প্রায় চার হাজারের অধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.