গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে-উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের- যথাযথ শ্রদ্ধা প্রদর্শনে দিবস টি পালিত হয়। দিবসের -শুভ সূচনায় ৩১ তােপধ্বনি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ফুলের শ্রদ্ধা প্রদর্শন, প্রয়াত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতসহ – উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে, সম্মান ও স্যালুট প্রধান সহ – বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে স্বাধীনতার তাৎপর্য বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সরকারি পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান,
অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার হাওলাদার, মিসেস ইউ, এন ও নাহিদা রহমান, মিসেস সহকারি কমিশনার ভূমি আফরোজা হীরা, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জামাতের আমির মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন – মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন, সাবেক বিএনপি নেতা আব্দুস সুবাহান মিয়া, প্রভাষক হারুন আর রশিদ,সঞ্জিব দাস। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।