সংবাদের আলো ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার নৈশ প্রহরীদের মাঝে মোবাইল ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকার নৈশপ্রহরীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ঈদের ছুটিতে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার উদ্দেশে এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি এবং ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ। অনুষ্ঠানে কায়াস মাহমুদ বলেন, এলাকার সন্তান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের কর্মী হিসেবে তার দিক নির্দেশনায় জনগণের সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি এই উদ্যোগের মাধ্যমে নৈশ প্রহরীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আরও দ্রুত ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন।এর মাধ্যমে স্থানীয়দের সঙ্গে নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সহজ হবে। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী সরকারের দোসররা নানাবিধ চক্রান্তের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রয়াস করে যাচ্ছে। আমাদের সকলের মধ্যে একতা বজায় রাখতে হবে যাতে দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত আমরা রুখে দিতে পারি। সবাই যদি একযোগে জনগণের স্বার্থে কাজ করি তাহলেই বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা সম্ভব। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.