আনসারের ইতিহাসে প্রথম ঈদ উপহার পেল বাহিনীর সদস্যরা


সিরাজগঞ্জ প্রতিনিধি: আনসার বাহিনী’র ইতিহাসে ডিজি উদ্যোগে প্রথমবারের মত ঈদ উপহার পেল সিরাজগঞ্জের নয় উপজেলাট বাহিনীর ভাতা ভোগীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জে স্ব স্ব উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে বাহিনীর ভাতা ভোগীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। আনসারের ডিজি মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিক নির্দেশনায় সিরাজগঞ্জে জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ ভার্চুয়ালি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে। জেলা কমান্ড্যান্টের ঈদ উপহার বিতরণী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে ৯টি উপজেলার স্ব স্ব উপজেলা কার্যালয়ের সামনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। বাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হাতে পেয়ে বেলকুচি পৌর সভার ওয়ার্ড দলনেতা মোহাম্মদ আলী জিন্নাহ সহ আনসার কামান্ডার,মহিলা আনসার প্লাটুন কামান্ডার সহ একাধিক ভাতা ভোগীরা জানান, বাহিনীতে দীর্ঘ দিন কাজ করলেও আমরা এই প্রথম ডিজি মহোদয়ের উদ্যোগের কারণে প্রথম বারের মত ঈদ উপহার পেলাম। আমরা এজন্য সন্মানিত ডিজি মহোদয়, জেলা কমান্ড্যান্ট বাহিনী সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতায় বজায় থাকলে বাহিনীর প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো বলেও জানান তারা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেলকুচি উপজেলা কর্মকর্তা মোস্তফা জানান, সন্মানিত ডিজি মহোদয়ের দেওয়া ঈদ উপহার জেলা কমান্ড্যান্টের দিক নির্দেশনায় আমার উপজেলা সহ নয়টি উপজেলার ভাতা ভোগীদের হাতে সুষ্ঠু ভাবে তুলে দিতে পেরেছি। আমরা চাকুরী জীবনে এই প্রথম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ভাতা ভোগীদের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত।
সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ জানান, সন্মানিত ডিজি স্যারের উদ্যোগের এই প্রথম আমরা সারা জেলার ভাতা ভোগীদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এ ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্য/সদ্যসাদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।