রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বরকলে অবৈধভাবে অনুপ্রবেশ করে  দুই ভারতীয় নাগরিক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা বাজার এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ শে মার্চ ) দুপুরে ছোটহরিণা ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে। আটককৃতরা হলেন— জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় বিজিবির টহল দল তাদের আটক করে।জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না। তাদের কাছ থেকে ৭২ হাজার ৭০০ টাকা ও ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। সুত্র টি আরো জানায়, তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রির পাশাপাশি বিভিন্ন মালপত্র কিনে তা ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। এ ঘটনায় বরকল থানায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ