রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীমঙ্গলে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: ঈদ যাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ব্যস্ততম এলাকা চৌমুহনা চত্বরে এই কর্মসূচি পরিচালিত হয়। নিসচার সদস্যরা সড়কে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন।
নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন, “খুশির ঈদ যাত্রা যাতে দুঃখে পরিণত না হয়, সেজন্য চালক ও হেলপারদের সচেতন হতে হবে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এছাড়া সড়কে যেন কোনো ধরনের বিড়ম্বনা বা দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশা, সবাই নিরাপদে বাড়ি যাবে এবং ঈদ শেষে কর্মস্থলেও নিরাপদে ফিরবে।”
নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য মোঃ রবি উদ্দিন বলেন, “ঈদে মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আমরা চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।”
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আমজাদ হোসেন রনি, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, দপ্তর সম্পাদক দুলা মিয়া, কার্যকরী সদস্য আল আমিন মিয়া, রবি উদ্দিন, সজল আহমদ-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ ও পথচারীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ