ভূঞাপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল


আখতার হোসেন খান, ভূঞাপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদকের শিয়ালকোলের বাসার ছাদে জোটার সভাপতি নাট্য ব্যক্তিত্ব জলিল আকন্দে সভাপতিত্বে এবং সাহিত্য সম্পাদক সম্পাদক অধ্যাপক আখতার হোসেন খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন, অধ্যক্ষ হাসান আলী সরকার,বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, অধ্যাপক মোস্তফা হাসান মিঞ্জু, অধ্যাপক এসএম জাহিদুল ইসলাম মোস্তফা, প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, প্রধান শিক্ষক মহিউদ্দিন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, জোট কর্মকর্তা আব্দুল করিম খান, হাসান ছারোয়ার লাভলু, ড. আলী রেজা, কবি মামুন, জাহিদুল ইসলাম রিপন, হারুন অর রশিদ হিটলার প্রমুখ। দোয়া পরিচালনা করেন শাহ আলম সরকার।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।