ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো. তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, আব্দুর রশিদ তালুকদার, নূরুল আমিন নান্নু, ফরমান আলী,ফজলু ভূঁইয়া, আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম প্রমুখ। শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও এক মিনিট নীরবতা পালন, শহীদ বেদীতে পুস্পস্তবক, অর্পণ, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুসের মাজারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।