শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে বাবার জানাজায় শরিক হতে পারলেন না ছেলে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাবার জানায় শরিক হত পারলেন না বড় ছেলে। উপজেলার নিকরাইল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মতিন সরকারের বাবা নলছিয়া ১ নং পুনর্বাসন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজ সেবক ও হিতৈষী মাতব্বর আব্দুর রহমান সরকার মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহ …… রাজেউন) মঙ্গলবার বাদ আছর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বড় ছেলে আব্দুল মতিন সরকার নিকরাইল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ডেবিল হান্ট অপারেশনের কারণে আত্মগোপনে থাকা বড় ছেলে মতিন সরকার বাবার জানাজায় শরিক হতে পারলেন না।মরহুম আব্দুর রহমান সরকারের জানাজা পড়ান মেঝো ছেলে আব্দুল মোনায়েম সরকার। তাকে মঙ্গলবার বাদ আছর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে তার নিজ গ্রাম নলছিয়া ১ নং পুনর্বাসন কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিকনেতৃবৃন্দ ও হাজার হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজায় অংশ নেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়