শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আ‌য়োজ‌নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পা‌লিত হ‌য়েছে। বুধবার (২৬ মার্চ) সূ‌র্যোদ‌য়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি ও বেসরকা‌রি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পূর্বধলা উপজেলা প্রশাসন, পূর্বধলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, পূর্বধলা থানা, পূর্বধলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্বধলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম। কুচকাওয়াজ পরবর্তী অংশগ্রহণকারী বাহিনী ও শিক্ষার্থী এবং স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তবে পবিত্র রমজান উপলক্ষে স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। দিবসটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ ঘটিকায় পূর্বধলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, সাবেক ডেপুটি কমান্ডার শেখ মোহাম্মদ আজিজ, সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতারপূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলম, অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জয়নাল আবেদীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, ইসলামী আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফুয়াদ খান প্রমুখ। এছাড়াও এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকল সদস্যদের সম্মানি ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়