শহীদ জিয়াউর রহমানের আদর্শ আমাদের পথ চলায় অনুপ্রেরণাঃ পবিপ্রবি উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম


মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্বাধীনতার সত্যিকারের সুফল পেতে হলে শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও যোগ্যতার সঙ্গে গড়ে তুলতে হবে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হল আমাদের এই পথ চলায় অনুপ্রেরণা। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং ১১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।
পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তাঁর হাত ধরে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং দেশের অর্থনৈতিক ভিত মজবুত হয়। তিনি বলেন, আজকের দিনে আমরা শপথ নিই, স্বাধীনতার আদর্শ সমুন্নত রাখব এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করব। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে প্রফেসর মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান,
সিনিয়র প্রফেসর ড. মোঃ হামিদুর রহমান, প্রফেসর ড. মোঃ মাহবুব রব্বানী, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ মারসিফুল আলম রিমন এবং কর্মচারী মোঃ মোশারেফ হোসেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।