বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১’ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। এর পরে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আসাদ আলী,
বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, বণিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।