নালিতাবাড়ীতে সবাইকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির ইফতার


আমানুল্লাহ আসিফ মীর, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইয়াতিমদের নিয়ে ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৫ মার্চ মঙ্গলবার পৌর শহরের মিথুন ট্রেডার্সের ২য়, ৩য় ও ৪র্থ তলায় এই আয়োজন করা হয়। জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী উপজেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক আলমগীর কবির মিথুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ। নালিতাবাড়ী উপজেলা নাগরিক পার্টির প্রস্তাবিত সদস্য সচিব জোবায়ের আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে শেরপুর ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, শহর বিএনপির সাবেক আহবায়ক ও পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি,
উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওঃ আবু বকর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছাসহ স্থানীয় সকল সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা এবং জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা ও পাচ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলায় বৃহৎ আকারে আত্মপ্রকাশ করে দলটি। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।