রাউজানে ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় পার্থ দাশ নামে এক যুবক নিহত


রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় পার্থ দাশ নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ শে মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের সর্তারঘাট সংলগ্ন মঘাশাস্ত্রী এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই ঘটনা ঘটে।জানা যায়, মঘাশাস্ত্রী এলাকায় মুদি পণ্য খালাসের সময় ট্রাকের পেছনে একটি বাইক ধাক্কা দেয়।এসময় বাইক থেকে ছিটকে পড়ে পার্থ গুরুতর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।নিহত পার্থ দাশ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাশ পাড়ার নিতাই দাশের ছেলে।
রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, মুদি দোকানের মালামাল খালাস করতে সড়কের পাশে দাড়ানো একটি ট্রাকের পেছনে দ্রুতগামি বাইক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন বাইক আরোহী পার্থ।আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।