কালিগঞ্জে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত, আহত ৪


পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নেয়ামুল শেখ (২৩) নামে এক সৌদি প্রবাসী নিহত হন। এই ঘটনায় আরো চারজন গুরুতর আহত হন। আহতরা গাজীপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত নেয়ামুল শেখ উপজেলার জাঙ্গালিয়ার বাঙ্গালগাঁও এলাকার আলমগীর শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী। আহতরা হলেন, নেয়ামুল শেখের বোন নাদিয়া (১৮) ও মামাতো ভাই মাশফিক (১২)। অপর মোটরসাইকেলে থাকা বাহাদুরসাদী এলাকার হাবিব উল্লাহর ছেলে রিয়াদ শেখ (১৯) এবং জাহাঙ্গীরের ছেলে আল আমিন (১৯) গুরুতর আহত হন। তারা উভয়েই কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় দোলান বাজার – নোয়াপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিহত নেয়ামুল শেখ তার বোন নাদিয়া এবং মামাতো ভাইকে নিয়ে নোয়াপাড়া থেকে দোলান বাজারের দিকে যাচ্ছিলেন।
দোলান বাজারের কাছাকাছি পৌঁছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে মোটরসাইকেল চালক সহ তাদের সাথে থাকা আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর হাসপাতালে নেওয়ার পথে নেয়ামুল শেখ মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।