বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আস সুন্নাহ ফাউন্ডেশনের টাকায় জমি বন্ধক

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: গৃহহীন হাসনা বেগম আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে পেয়েছিলেন ঘর নির্মাণের জন্য নগদ ৪০ হাজার টাকা। কিন্তু নিজস্ব জমি না থাকায় তৈরি হয়নি ঘর। সেই টাকায় গতকাল ২৪ মার্চ সোমবার তাকে জমি বন্ধক রেখে দেওয়া হয়।
সূত্র জানায়, গেল বছরের অক্টোবরে আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ীতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে। গৃহহীন হয়ে যান উপজেলার মরিচপুরান ইউনিয়নের রিফুউজি পাড়া গ্রামের হাসনা বেগম। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক শাহিন আলম হাসনার তথ্য আস সুন্নাহ ফাউন্ডেশনের কাছে প্রেরণ করে। আস সুন্নাহ ফাউন্ডেশন অন্যান্য গৃহহীনদের মতো নগদ ৪০ হাজার টাকা প্রদাণ করে হাসনাকে। কিন্তু নিজস্ব জমি না থাকায় ঘর নির্মাণ করতে পারেননি তিনি। পরে স্থানীয়রা যতদিন ঘরের নির্দিষ্ট জায়গা না হচ্ছে ততদিনের জন্য সেই টাকা দিয়ে ২ শতাংশ জমি বন্ধক রেখে দেন হাসনাকে।
গতকাল সোমবার মরিচপুরান পশ্চিম পাড়া জাহাঙ্গীর আলমের বাড়িতে বন্ধক রাখা ওই জমি হাসনার কাছে হস্তান্তর করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক শাহিন আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুস্তাফিজুর রহমান মাসুদ, মাসুদ পারভেজ, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়