শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান প্রেসক্লাবের  উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাউজান জলিলনগরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া, হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র  সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি  মো. হাবিবুর রহমান, যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, আরফাত হোসাইন প্রমুখ।  বক্তারা বলেন, দেশের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে সমাজের অন্যায় অসঙ্গতি রোধ হয়।একটি পজিটিভ সংবাদে শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।  এক্ষেত্রে সমৃদ্ধ জনপদ রাউজানে কর্মরত গণমাধ্যম কর্মীরা তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে রাউজানের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়