মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১ হাজার ২শ সুবিধাবঞ্চিত গরিব-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক উপহার বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ভানুগাছ রোডের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া এবং শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.