কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে ব্যক্তিগভাবে সহায়তা প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। মঙ্গলবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে দশ কেজি করে চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্যে একটি করে শাড়ি, লুঙ্গী, থ্রিপিচ ও গামছা প্রদান করা হয়েছে। এসময় ওসি বলেন, আগুনে পরিবারগুলোর সব কেড়ে নিয়েছে। পরিধেয় কাপড় ছাড়া পরিবারের সদস্যদের আর কোন কাপড় চোপড় নেই।এ কারণে খাদ্য সামগ্রির সাথে পরিধেয় জিনিসও দেয়া হলো। আশা করি সামর্থ্যবানরা এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর পরিমল কুমার তরফদার, হিন্দু কমিউনিটির প্রধান বিমল চন্দ্র, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ। উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ পাঁচটি পরিবারের দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।