বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪শে মার্চ) বিকেলে উপজেলা সদরের বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমী’র হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (্এ্যাব) ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান। এ সময় তিনি বলেন, যারা বিএনপি’র আদর্শে বিশ্বাসী, যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, যারা খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি’র কর্মী-নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িৎ থাকতে পারে বলে আমি মনে করি না।যারা বিএনপি’র আদর্শে বিশ্বাসী নয়, যারা ভুঁইফোড়, যারা অন্য দল থেকে এসেছে, তাদের ভিতরেই এই উদ্দেশ্য থাকতে পারে বিএনপি’কে হেয় করার জন্য। তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। সুতারাং আপনারা চাঁদাবাজিসহ এমন কোন কাজ করবেন না, যাতে বিএনপি’র সুনাম নষ্ট হয়। জনগণের ভিতরে বিএনপি’র সমন্ধে ধারণা খারাপ হয়। পরে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ জাতির অগ্রগতি বিশেষ দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়