প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
ইবির পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে “পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান” (Statistics and Data Science)। তবে এই নাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৭ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আধুনিক সময়োপযোগী শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং উপাত্ত বিশ্লেষণের গুরুত্ব বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। অফিস আদেশে বলা হয়, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৯ তম একাডেমিক সভায় বিভাগের নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরে সিন্ডিকেটের ২৬৭ তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। নতুন নামকরণ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.