শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরের নালিতাবাড়ীতে গাঁজা সহ গ্রেফতার ২

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে গ্রেফতারকৃদের শেরপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাতে উপজেলার বরুয়াজানি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-বরুয়াজানি এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র আজিজুল হক (৫৫) ও নিজপাড়া গ্রামের সামিদুল হকের পুত্র রফিকুল ইসলাম লালু (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরুয়াজানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ওইসময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আজিজুল হক ও রফিকুল ইসলাম লালুকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ