শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে – সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: একটি চক্র বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে- টাঙ্গাইলের ভূঞাপুরে বামনহাটা ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন। সোমবার (২৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার পৌর বিএনপির ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বামনহাটা ঈদগাঁ মাঠে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু। তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলবো। আমি আপনাদের দোয়ার বরকতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।এদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেয়া যাবে না। ভূঞাপুর পৌর সভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব আলী খানের সভাপতিত্বে ও কামাল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবির লিটন, ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান ভূট্টো, নজরুল ইসলাম খান (লাল খান), শাহিন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ