বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না: সারজিস আলম

সংবাদের আলো ডেস্ক: কোন দলের বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২৪ মার্চ) দুপুরে দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারেদ্বারে যাবো। তিনি বলেন, এতদিন ধরে বাংলাদেশে যে বিভিন্ন সিস্টেমগুলো দেখেছি, বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি, সিন্ডিকেট এগুলো দেখেছি। এগুলোর বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে সব সময় প্রতিবাদ জারি রাখবো এবং যেখানে আমরা এগুলো দেখবো, সেখানে আমরা এগুলো প্রতিহত করব। আমরা শুধু কথা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ব্যাপারটি এমন নয়। আমরা কাজ করে দেখাতে চাই। আমরা খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের দ্বারেদ্বারে পৌঁছে যাবো। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে, সেখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দিবে না।কোন বক্তা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন এইসব বিবেচনা করে ভোট দিবে। সারজিস বলেন, ওই সাধারণ মানুষকে যারা বিভিন্নভাবে ব্যবহার করেছে, তারা ভোটের আগের দিন শুধু ভোট চায়। ভোটের পর একটা ভিজিএফ কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আগে হাত পেতে বসে থাকে। এই নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া যাবে না। যে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষকে লুটপাট করবে, তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া যাবে না। ৫ বছরে একদিন যদি তার কাছে আপনি কিছু নেন, তাহলে বাকী ৫ বছর সে আপনার রক্ত চুষবে। এই সুযোগ আর কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে দেওয়া যাবে না। এনসিপি’র এই সংগঠক বলেন, আমরা আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, কারো নাতির মতো। আমরা কোনো ভুল করলে আপনারা শুধরে দিবেন। আমরা আপনাদের কথা শুনতে সবসময় প্রস্তুত। কিন্তু আপনারা এতটুকু নিশ্চিত করবেন। এখন থেকে কোনো দলের বা কোনো মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না। যদি আপনারা অন্ধ ভক্ত হন, তাহলে আপনাদের মূল্য আর কেউ দিবে না। মনে করবে, কিছু দিলেও আছে, না দিলেও আছে। দেওয়ার দরকারটাই বা কী! ওই দিন এখন আর নাই। যদি ওই দিন থাকতো, তাহলে এত বড় আন্দোলনের মুখে হাসিনা আর দেশ ছেড়ে পালাইতো না। আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন। আপনার সন্তানরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বদা প্রস্তুত। এই পর্যায়ে সারজিস বলেন, যদি কাজ করতে পারি, যদি আপনাদের কথা রাখতে পারি, তাহলে ভোট দিবেন। না হলে দিবেন না। দেবীগঞ্জে পথসভা শেষে সারজিস বোদার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ও সদরে পথসভা শেষ নিজ উপজেলা আটোয়ারীতে এক ইফতার মাহফিলে অংশ নিবেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়