চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসলায়েলি নৃশংস গণহত্যা ও বর্বোরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ঘন্ট্যাব্যাপী এ মানবন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষাথী প্লেকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেয়। এসময় ইসরায়েলি পণ্য বর্জনসহ আন্তর্জাতিক ভাবে হস্তক্ষেপ করে এ গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইথিকস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়াকুব শরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হোসেন রেজা।এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আখতার আহমেদ, আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মোস্তফা মাহমুদ হাসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, মানববন্ধনের সমন্বয়ক মু. মাহফুজার রহমান, ক্লাবের সহ সভাপতি নুসরাত জাহান বশরা, সাধারন সম্পাদক সাকিব রায়হান ও সাংগঠনিক সম্পাদক তারেক খান সহ বিপুল সংখ্যক সাধান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ইস্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আতিকুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.