জুলাই আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার আহতদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির ও এডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ। দোয়া ও ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন,জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন আহতের এই ইফতার মাহফিল কোন আনুষ্ঠানিকতা নয়,এটি তাদের বীরত্বের সম্মান ও মর্যাদা দেয়া।
তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, তেমনি জুলাই ২৪ এর আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে। সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের ইফতার ও দোয়া মাহফিলে জুলাই ২৪ এর সিরাজগঞ্জের আহতদের মধ্যে ৪৭ জন অংশ নেন এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।