সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা বাজারে এ মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম। এরপর তিনি ভাটারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, গত ১৬ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। বিএনপিসহ ছাত্র- জনতা মিলে ফ্যাসিবাদি হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে আগামী দিনে সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি।এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান,ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুর জলিল, ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাত প্রমুখ। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.