মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজ ২৩ মার্চ উপজেলা বিএনপির তত্বাবধানে সদর ইউনিয়ন বিএনপি যুবদল ও অঙ্গ  সহযোগী সংগঠনের আয়োজনে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন ও পরিচালনা করেন সেক্রেটারি মোঃ লিয়াকত হোসেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সম্মানিত সদস্য উপজেলা বিএনপি রবিউল আওয়াল লাভলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান লাভলু, মীর সোহেল রানা, উপজেলা যুবদলের আহবায়ক ভিপি স্বাধীন, সদস্য সচিব নজরুল ইসলাম,সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল মনির, কৃষক দলের সদস্য সচিব জাহিদ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও নাগরপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামছুল হক জিহাদী নাগরপুর। দোয়া অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়