সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় আশুলিয়া থানা যুবদলের ইফতার পার্টিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। শনিবার (২২ মার্চ) দুপুর দুইটার দিকে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে এই ঘটনা ঘটে। ইফতার পার্টির আয়োজন করেন জহির নামের এক যুবদল নেতা। এতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। যুবদল নেতা জহির বলেন, আজ প্রায় দুই হাজার লোকের ইফতারের আয়োজন করেছিলাম।সবাই আসবে এর মধ্যে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিস আলী তাদের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং সব খাবার চারদিকে ফেলে দেয়। আমাদের প্যান্ডেল ভেঙে ফেলে এবং গালিগালাজ করে। আমি এই ঘটনার বিচার চাই। পিয়ার আলীর নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.