আ’লীগের দুঃশাসন থেকে দেশের মানুষ আজ মুক্ত – শাহীন তালুকদার


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন বলেন বিগত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। মানুষ তার অধিকার নিয়ে কথা বলার সুযোগ পেতো না। ভিন্ন দলের মত প্রকাশের বাধা দিয়ে রেখেছিল। তাদের দুঃশাসন থেকে মানুষ আজ মুক্ত। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার আর নেই। আগামী নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে অধির আগ্রহ হয়ে আছে। একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানান। শনিবার (২২ মার্চ) জামালপুরের সরিষাবাড়ী আর. ইউ. টি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ঐক্যবদ্ধ। আগামীতে দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হবে ক্ষুধা মুক্ত বাংলাদেশ। আগামী নির্বাচনে সরিষাবাড়ী আসনে বিএনপির একক প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লিকুর সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহম্মদ, , সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সনজিত মিত্র। আলোচনা সভা শেষে ইফতারপূর্ব মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন, সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।