রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান

সংবাদের আলো ডেস্ক: ১৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশের নদীগুলোর স্থানীয় নামসহ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। আলোচনায় বক্তারা দেশের নদী দূষণ এবং নদী দখলে সরকারের করণীয়সহ ভূগর্ভস্থ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এসময় পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা আপডেট করার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা।তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতির পরিকল্পনা এপ্রিল মাসের মধ্যেই দিতে হবে। এছাড়াও, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও আলোচনা করেন রিজওয়ানা হাসান। সেইসঙ্গে, ঢাকার ৪টি নদীসহ সারাদেশের ১০টি নদীর কাজ জুনের মধ্যে শুরু করা হবে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়