টাঙ্গাইলের ভূঞাপুরে আ’লীগ নেতা বাবলু গ্রেফতার


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামীলীগ সভাপতি খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে শনিবার (২২ মার্চ) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। টাঙ্গাইলের একটি নাশকতা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক য়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শিয়ালকোল হাট থেকে শনিবার বিকেলে তাকে আটক করে থানা পুলিশ।পরে টাঙ্গাইলের নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইলে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচাজ একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইলের নাশকতা মামলায় খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।