আশুলিয়ায় বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কেটর ডাক


সাভার প্রতিনিধি: ফিলিস্তিনের উপর ইসরাইলের সন্ত্রাসি হামলা ও ভারতীয় মুসলমানদের উপর হিন্দুত্ব বাদীদের নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বাদ জুমা আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যনারে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশুলিয়া থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতি ইলিয়াস আহমদ কাসেমী, সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা মাহমুদুল কবির মনির, মুফতি শাহ মোহাম্মদ ওয়ালীউল্লা, মুফতি লিয়াকত হোসাইন এনামুল, মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী, মুফতি আব্দুল্লাহ, মুফতি ওমর ফারুক ও মুফতী আঃ করিম রায়পুরী সহ উলামা পরিষদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। বক্তারা বলেন,অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলা বন্ধ এবং নেতানিয়াহুসহ সকল হামলাকারীদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার সেই সাথে ইসরাইলের পণ্য বয়কট করার আহ্বান জানান উলামা পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও বিক্ষোভ সমাবেশে ভারতের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করার জোর দাবি জানানো হয়। পরে ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের জন্য নিরাপত্তা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষায় মোনাজাত করেন মুসুল্লিরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।