বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সিফাত (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর পাঁচ রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর ডেঙ্গা হাটি গ্রামের সৌদি প্রবাসী সাহেব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিফাত তার মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। আকানগর পাঁচ রাস্তা মোড়ে পৌঁছালে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উঠে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সলিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি জানান, বিষয়টি আমি শুনি নাই "ঘটনাটি সম্পর্কে জানতে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.