তারেক রহমানের নির্দেশে আগৈলঝাড়ায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের পরামর্শে বরিশালের আগৈলঝাড়ায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবদল নেতা মোঃ রাছেল হাওলাদারের নেতৃত্বে ইফতার বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৈলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ লোকমান খান, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, দিদারুল ইসলাম, রুবেল বিশ্বাস, সাগর হাওলাদার, সুজন হাওলাদার, শফিক বেপারী, ছাত্রদল নেতা নাদিম মাহমুদ, মৃৃনাল জয়ধর, হাসিফসহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।