রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে যুবদল নেতা শহিদুল ইসলামের সংবাদ সম্মেলন


রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকার নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়মিত অফিস না করায় বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমকে লিখিত অভিযোগ করায় মিথ্যা মামলা দিয়ে পৌর যুবদল নেতা শহিদুল ইসলাম কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে।২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাউজান মুক্তিযোদ্ধা ভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন কারাগার থেকে মুক্ত হওয়া ভুক্তভোগী শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন,আমি সততার সঙ্গে রাউজানে প্রয়াত বিএনপি নেতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আদর্শিক রাজনীতি করি।নিষ্ঠার সাথে রাউজান পৌরসভা যুবদলের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বিগত ১৭ টি বছর শেখ হাসিনা সরকারের সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার পরিবারের উপর নির্মম নির্যাতন করছে। ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুতানের পর দেশে এসে নেতার নির্দেশনায় মাঠ পর্যায়ে দলের জন্য কাজ করছি।
একই সাথে ৫ আগষ্ট পরবর্তী থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, ১০ টি সিএনজি অটোরিকশা ও ১৬ টি মোটরসাইকেল উদ্ধারসহ প্রশাসনকে কাজের গতি ফেরাতে নিজের অর্থায়নে অফিস কক্ষে ফ্যান ও আলোকসজ্জা করে দিয়েছি। গত ৮ মার্চ পৌরসভার ৭ নং ওয়ার্ডে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যে সহযোগিতা প্রদান করে। কিন্তু ত্রাণ, দুর্যোগ ও প্রকল্প কর্মকর্তা অগ্নি দুর্গত এলাকায় না যাওয়া ও ত্রাণ বিতরণ না করার কারণ জিজ্ঞেসা করলে, তিনি ক্ষিপ্ত উন্মাদ পাগলের মত আমাকে অশ্লিল ভাষায় আচরণ শুরু করেন। পরবর্তীতে তিনি নাটক সাজিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে আদালতে সোপর্দ করে। সংবাদ সম্মেলনে তিনি ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ধূসর রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকার বদলী ও মিথ্যা মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান। অন্যতাই দুর্নীতিবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে পৌর এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, যুবদল নেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ জনি, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ এরশাদ প্রমুখ।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।