নেত্রকোনায় বেকারিতে অভিযান সেমাই জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চাদ বেকারি নামক এক প্রতিষ্ঠান থেকে অস্বাস্থ্যকর ভাবে তৈরি করা ১২০ কেজি সেমাই জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের মালিক মো রব মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার(২০ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় চাদ বেকারিতে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, বেকারীর বিভিন্ন জিনিস তৈরীর পাশাপাশি চাদ বেকারীতে ঈদকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণে সেমাই উৎপাদন করা হচ্ছে। যা জেলার বিভিন্ন বাজারে বিক্রয় করা হচ্ছে। পরবর্তীতে আজ সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চাদ বেকারিতে অভিযান চালানো হয়। এখানে বিপুল পরিমাণে সেমাই উৎপাদনের কাঁচামাল ও সেমাই পাওয়া যায়।
সেখান থেকে কিছু কাঁচামাল ও ১২০ কেজি সেমাই জব্দ করে নষ্ট করে দেয়া হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, চাদ বেকারিতে অভিযান চালানো হয়। ইতিমধ্যে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশের উৎপাদনের জন্য নিষেধ করা হয়েছে। পরবর্তীতে এরকম অভিযানর চলমান থাকবে। 


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।